আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

নৌপরিবহনের নতুন সচিব মেজবাহ্ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। তাকে সচিব পদে পদোন্নতির পর নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ জারি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। সিলেটের বিভাগীয় কমিশনার থাকার সময় গত বছরের ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পান মেজবাহ্ উদ্দিন চৌধুরী।