পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ক্রমশ উন্নতির পথে এগিয়ে চলেছে। তিনি বলেন, রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের স্বার্থেই নাগরিকদের কর প্রদান করতে হবে। তবে, নাগরিক সমাজের মধ্যে যে করভীতি রয়েছে, সেটা দূর করতে হবে। কর আদায়ে অভিযান না চালিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে রাজস্ব আদায়ের টার্গেট পূরণ করতে হবে। তবেই গড়ে উঠবে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।
বুধবার রাতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভিষেক নৈশভোজ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি রেস্তোরাঁয় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল ফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আলীম পাঠান ও অ্যাডভোকেট মো. আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. গোলাম মো. মুনীর প্রমুখ।