সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে নবনির্মিত শহীদ মিনারে বিশ্বের ৫২টি ভাষায় ‘মা’ শব্দ বসানো হয়েছে। নির্মাণশিল্পী ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাস এ শহীদ মিনারের নকশা করেছেন। লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃহস্পতিবার ভিন্ন আঙ্গিকে নির্মিত এ শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, একটু ভিন্ন আঙ্গিকে নির্মিত হয়েছে এ শহীদ মিনার। বিভিন্ন নৃ-গোষ্ঠী ও আঞ্চলিক উচ্চারণে মা শব্দটি স্থাপনের মাধ্যমে সব মায়ের প্রতি শ্রদ্ধা এবং মাটির প্রতি সম্মান প্রদর্শন করে এটি আমাদের মনকে প্রসারিত করার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশের উন্নয়নে সবক্ষেত্রে আমরা একসঙ্গে মিলে কাজ করে যাচ্ছি, যা আমাদের বিশ্বমঞ্চে উদ্ভাসিত হওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি মহান ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণ করে বলেন, সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে তাহলে ১৯৫২ এবং ১৯৭১ সালের মতো দেশের মর্যাদা রক্ষা এবং উন্নয়নে আমরা আমাদের মতো করে সবকিছু নির্মাণ করতে সক্ষম হব। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী বলেন, শহীদ মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছি এবং মায়ের ভাষায় কথা বলতে পারছি। তাই সমগ্র জাতির সঙ্গে লিডিং ইউনিভার্সিটি পরিবার প্রতিবছর ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে।
ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার বনমালী ভৌমিক, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী প্রমুখ।