বই পড়া উৎসব
ষ বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টারের আয়োজনে বুধবার দিনব্যাপী ৬৩ জন শিক্ষকের একটি দল নিয়ে মানসম্মাত শিক্ষা বাস্তবায়নের জন্য বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাদিরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান প্রমুখ।
মেধা পুরস্কার বিতরণ
ষ নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ নান্দাইল উপজেলার সদরে অবস্থিত উম্মে কুলসুম (রা.) কওমি মহিলা মাদ্রাসায় বৃহস্পতিবার ছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সাংবাদিক এবি সিদ্দিক খসরু, আবদুল হাই মেম্বার, মুফতি মোজাহিদুল ইসলাম প্রমুখ।
শিশুদের প্রতিযোগিতা
ষ শেরপুর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার শেরপুরে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৃথক আটটি গ্রুপে শহরের প্রায় শতাধিক শিশু অংশ নেয়। শুক্রবার শহীদ দিবসের আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
কৃষি মেলা শুরু
ষ বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রঘুনাথ করের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও তুষার কুমার পাল প্রমুখ।
কমিটি গঠন
ষ নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাত সদস্যবিশিষ্ট কমিটি বৃহস্পতিবার গঠন করা হয়েছে। এতে সিরাজ আল মাসুদ (দৈনিক আলোকিত বাংলাদেশ) সভাপতি ও আজিজুল হক বাবু (দৈনিক আমার সংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন সহসভাপতি ফরহাদ হোসেন ডেভিড, সহসাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, কোষাধ্যক্ষ মো. মহসীন খান ও প্রচার সম্পাদক শাহানুর ইসলাম স্বপন।
আর্থিক সহায়তা
ষ মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের পিংকি সু স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ভয়েস অব মৌলভীবাজার। বুধবার রাতে নিহতদের পরিবারের জ্যেষ্ঠ সদস্য পিংকি সু স্টোরের স্বত্বাধিকারী মনা রায়ের হাতে ভয়েস অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ।
শিক্ষা উপকরণ বিতরণ
ষ ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে তাহমিনা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন। বৃহস্পতিবার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাবী ও পিছিয়েপড়া শিক্ষার্থীদের হাতে এ উপকরণ তুলে দেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বারাকাত উল্লাহ পাটওয়ারী, ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।