আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

ফেনী হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু

ফেনী প্রতিনিধি
| দেশ

কিডনি জটিলতায় আক্রান্ত রোগীদের স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা প্রদানে ফেনী জেনারেল হাসাপাতালে চালু করা হয়েছে হিমোডায়ালাইসিস বিভাগ। বৃহস্পতিবার ফলক উন্মোচনের মাধ্যমে ও ফিতা কেটে বিভাগটি চালু করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম প্রমুখ।