আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

ভাষা শহীদ ‘জব্বার নগরের’ প্রতীক্ষা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
| দেশ

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আবদুল জব্বার। এ স্মৃতি ধরে রাখতে ২০০৭ সালের ২৫ মার্চ এক সভায় তার জন্মগ্রাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়ার নাম পরিবর্তন করে ‘জব্বার নগর’ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় সে সিদ্ধান্ত আজও বাস্তবায়ন হয়নি। তবু গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামবাসী নিজেদের জব্বার নগরের বাসিন্দা বলে পরিচয় দিতে গর্ববোধ করেন। কাগজে-কলমে পাঁচুয়ার নাম ‘জব্বার নগর’ করার সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে বলে প্রতীক্ষায় রয়েছেন গ্রামবাসী। এলাকার কিছু বাসিন্দা জানান, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে প্রতিষ্ঠিত জাদুঘরটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এখানে প্রতিষ্ঠিত গ্রন্থাগারে সারা বছর কোনো কর্মকাণ্ড থাকে না। সমন্বয়হীনতার কারণে পাঠকের সংখ্যা খুবই কম। সরেজমিন দেখা যায়, গ্রন্থাগারে বইয়ের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। দেখে মনে হয়, বইগুলো একবারও পড়া হয়নি। গ্রন্থাগারের ভেতরে কোথাও ভাষা শহীদ আবদুল জব্বারের স্মৃতিচিহ্ন নেই। শুধু ফটকে তার একটি ছবি রয়েছে। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে ভাষা শহীদের নামে নিজ বাড়িতে জাদুঘর ও শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। জব্বার নগর গ্রাম বাস্তবায়নের ব্যাপারে আমি অবগত নই।