আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

মঠবাড়িয়ায় অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
| দেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালোবাসা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত মেহেদী হাসান ইমনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। আহত মেহেদী হাসান ইমন পৌরসভার ৯ নং ওয়ার্ডের দুলাল হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার প্রেসক্লাব সভাকক্ষে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ অর্থ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুস সালাম আজাদী, জিল্লুর রহমান, দেবদাস মজুমদার, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন  প্রমুখ।