আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

কুপিয়ে ছাত্রের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় মামলা

আড়াইহাজার (না.গঞ্জ) প্রতিনিধি
| দেশ

আড়াইহাজারে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে মামলার বাদীর বাড়িতে হামলা চালিয়ে রনি নামে এক কলেজছাত্রের হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জের আদমজী এম ডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ সময় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় বুধবার রাতে থানায় জোসনা নামে এক নারী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ আরও ১০ জনের নাম উল্লেখ্য করাসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।