আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

অভয়নগরে ভাঙচুর-লুটপাটে শিক্ষার্থী ব্যবহারের অভিযোগ

অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগ দাবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি
| দেশ

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় মহাকাল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অভিভাবকরা বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন। উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়। সরেজমিন দেখা যায়, বিক্ষুব্ধ অভিভাবকরা অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্যদের সভাপতির পদত্যাগ দাবি করছেন। শান্তি-শৃঙ্খলা রক্ষায় অভয়নগর থানার পুলিশও রয়েছে। বিক্ষুব্ধ অভিভাবক তাসলিমা বেগম, ফাতেমা বেগম, দুলালী সিংহ, মন্টু ঘোষ, মহমিনা খাতুনসহ অর্ধশতাধিক অভিভাবক জানান, স্কুল চলাকালীন সোমবার কলেজের অধ্যক্ষ এবং সভাপতি অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন শিক্ষার্থীদের মানববন্ধনের কথা বলে চেঙ্গুটিয়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে নিয়ে যান। কিন্তু মানববন্ধন না করিয়ে শিক্ষার্থীদের উসকে দিয়ে চেঙ্গুটিয়া বাজারের ইদ্রিস আলী গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করানো হয়। ৭২ ঘণ্টার মধ্যে ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা। পরে অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের উপস্থিতির কারণ জানতে চাইলে এসআই মহসীন আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গোলযোগ হচ্ছে সংবাদের ভিত্তিতে এখানে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান এ মজলিসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন মোবাইল ফোনে বলেন, আমার শিক্ষাপ্রতিষ্ঠানে তেমন কিছু ঘটেনি। একটি পক্ষ পুরুষ ও মহিলা ভাড়া করে অভিভাবক সাজিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেসব অভিভাবক বিক্ষোভ করেছেন, তাদের সন্তানরা আমার বিদ্যালয়ে লেখাপড়া করে না। আর শিক্ষার্থীদের দিয়ে কোনো মানববন্ধন, হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।