নারী ও শিশুর প্রতি অবিচার না করার শপথ নিয়েছে যশোর সদর উপজেলার মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঞ্জুমানয়ারা খাতুন শপথবাক্য পাঠ করান। প্রধান শিক্ষক আজমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে।