চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নির্দেশে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। লটারি উদ্বোধন করেন সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, ওসিএলএসডি রওশন আলী, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।