কিশোরগঞ্জের হোসেনপুরে নির্মাণাধীন মসজিদের পাশে গভীর নলকূপ বসানোর পর গ্যাস বেরোচ্ছে। নলকূপ বসানোর পর বুদবুদ শব্দ হলে ম্যাচের কাঠি জ্বালিয়ে পাইপের মুখে ধরলে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। জানা যায়, উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের সাবির শেখের বাড়ির নির্মাণাধীন এলাহী জামে মসজিদের গভীর নলকূপ বসানোর কাজ ১৯ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর থেকেই নির্গত নিচ থেকে গ্যাস উঠে আসছে। খবর শুনে বৃহস্পতিবার সকালে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সোনাহর আলী, থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান ও পুমদি ইউনিয়ন চেয়ারম্যান মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের খবর পেয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী শান্তনু রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পকেট গ্যাস। বড় ধরনের গ্যাসের মুজুদের অস্তিত্ব সম্পর্কে এ মুহূর্তে ধারণা করা যাচ্ছে না। তবে বাপেক্সের ইন্টিলিজেন্ট টিম অধিকতর তদন্ত করলে গ্যাসের সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।