গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তারা জালেম শাসক। তারা ভুলে গেছে, জনগণই দেশের মালিক। আমরা ঐক্যবদ্ধ আছি, এক দিন অবশ্যই দেশের টাকা আবার দেশের মধ্যে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরাম আয়োজিত ‘একুশ মানে অধিকার আদায়ের অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গণফোরাম সভাপতি বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এ দেশের মানুষ পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা এনেছে। প্রত্যেক জনগণই এ দেশের মালিক। কিন্তু আজ ক্ষণিক সময়ের শাসকগোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আসলে তারা জালেম শাসক, এজন্যই টাকা পাচারে সহযোগিতা করে, পাচার বন্ধ করতে পারে না।
তিনি বলেন, আজ দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে বলেই ৪৮ বছর পরও দেশের স্বাধীনতা অক্ষুণœ আছে। আমরা এখনও ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। রাষ্ট্রীয় পর্যায়ে ডাকাতরা আজ বিদেশে টাকা পাচারে ব্যস্ত। এক দিন অবশ্যই দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে। গণফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।