আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

শিক্ষিকা-শিক্ষার্থীসহ নিহত ৯

সাত জেলায় সড়ক দুর্ঘটনা

আলোকিত ডেস্ক
| শেষ পাতা

সাত জেলায় বুধবার রাত ও বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। এর মধ্যে ময়মনসিংহে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন, পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে কলেজছাত্র, গোপালগঞ্জে রাস্তা পার হওয়ার সময় শিক্ষিকা, চট্টগ্রাম দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন, হবিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন, টাঙ্গাইলে বাসচাপায় দুই কলেজছাত্র এবং মাদারীপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে যুবক নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী মুরগিবাহী ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় মুরগিবোঝায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নেত্রকোনার মজিদের ছেলে ও মুরগিবাহী ট্রাকের চালক আমিরুল  ও মনির উদ্দিনের ছেলে শামীম মারা যান।  
বাউফল (পটুয়াখালী) : বাউফল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে কলেজ শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছেন। আহতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আরিফুল ইসলাম বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও আহত হৃদয় শেষ বর্ষের ছাত্র। 
গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় শিক্ষা সফর শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষিকা সালমা বেগম। বাগেরহাট থেকে শিক্ষা সফর শেষে বাস থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় নিহত হন তিনি। সালমা উপজেলার মাজড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখের স্ত্রী ও মাজড়া আলহেরা কিন্ডারগার্টেনের শিক্ষিকা। 
চট্টগ্রাম (মিরসরাই) : মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. ইসমাইল নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালী জেলায়। 
হবিগঞ্জ : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেলেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অটোরিকশার চালক, নিহতের স্বামী ও মেয়ের জামাই। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
টাঙ্গাইল : কালিহাতী উপজেলার ভূঞাপুর লিং রোডে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মো. ইমন মিয়া (১৭) নামে কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় অপর দুই আরোহী আহত হন। তিনি উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী এলাকার জুলহাস মিয়ার ছেলে ও শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। 
মাদারীপুর : সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্যপাঁচখোলা এলাকায় মোটরসাইকেল চালাতে গিয়ে হৃদয় মাতুব্বর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই এলাকার ইদ্রিস মাতুব্বরের ছেলে। জানা গেছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে হৃদয় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।