দুই অঙ্কের রাজস্ব প্রবৃদ্ধির ওপর ভর করে ২০১৯ সালে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবির কর-পরবর্তী মুনাফার (পিএটি) পরিমাণ ১৭ কোটি টাকা। শনিবার গুলশান-১ এ রবির করপোরেট অফিসে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের এ কথা জানানো হয়। রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসাইন, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার শাহেদ, সিসিও শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন ষ নিজস্ব প্রতিবেদক