ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের ভিত দিলেন শাই হোপ। শেষ দিকে কিমো পল আর হেইডেন ওয়ালশ ক্যামিও ইনিংস খেলে স্কোর নিয়ে গেলেন ৩০০-এর কাছে। লক্ষ্য তাড়ায় আভিষ্কা ফার্নান্দো আর দিমুথ করুণারত্নের ব্যাটে দুর্দান্ত শুরু পেল শ্রীলঙ্কা। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করার শঙ্কায় পড়ল দলটি। তবে আটে নামা ওয়ানিদু হাসারাঙ্গার বীরত্বে নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ল লঙ্কানরা। শনিবার কলম্বোয় ক্ষণে ক্ষণে রঙ বদলানো রোমাঞ্চকর লড়াইয়ে উইন্ডিজকে ১ উইকেটে হারিয়েছে করুণারত্নের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান করেন কাইরন পোলার্ডরা। জবাবে ৫ বল বাকি থাকতে ৯ উইকেটে ২৯০ রান তুলে জয় নিশ্চিত করেন স্বাগতিকরা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।