আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

সন্ধান চাই

| খেলা

নাম : টুনি (১৯), স্থায়ী ঠিকানা : উত্তর মাসদাইর গাবতলী ১০৫, ব্লক-সি, ওয়ার্ড নং-০৯, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। সে ১৫/০২/২০২০ইং তারিখে সন্ধ্যায় ০৭.০০ ঘটিকার সময় উপরোক্ত ঠিকানার বাসা থেকে কাউকে কিছু না বলিয়া বাহির হইয়া যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা : ৫ ফুট, স্বাস্থ্য ভাল। হারিয়ে যাওয়ার সময়ে তার পরনে ছিল নীল রংয়ের ছাপা কামিজ। এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারী ২০২০ ফতুল্লা মডেল থানায় একটি জিডি (যার নম্বর ৮৬৮) দায়ের করা হয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নের ঠিকানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

যোগাযোগ :

এডভোকেট মোঃ গোলাম ফরিদ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

হল রুম নং-০২, বিএসসিবি বিল্ডিং শাহবাগ, ঢাকা। 

মোবাইল : ০১৫৩৩৯৩৭৪২০

ক-১০৫/২০(র্৪র্ ী১)