আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

ঘরের মাঠে নাজেহাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
| খেলা

 

 ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠলেন অ্যাশটন অ্যাগার। করলেন হ্যাটট্রিক। ক্যারিয়ারসেরা নৈপুণ্যে সব মিলিয়ে নিলেন ৫ উইকেট। এ স্পিন অলরাউন্ডারের ঘূর্ণি জাদুর সামনে অসহায় দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে। পেল সবচেয়ে বড় হারের তেতো স্বাদ। শুক্রবার রাতে জোহানেসবার্গে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ৮৯ রানে অলআউট হয় প্রোটিয়ারা।