মার্টিন ব্র্যাথওয়েটকে কিনতে বাই আউট ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হয়েছে বার্সেলোনাকে। লেগানেসকে দিতে হয়েছে ১৮ মিলিয়ন ইউরো। ডেনমার্কের এ স্ট্রাইকারের পেছনে কাতালানদের এত অর্থ ব্যয় করাটা মেনে নিতে পারছেন না ক্লাবটির সাবেক খেলোয়াড় হুলিও সালিনাস। ব্র্যাথওয়েটকে দলে টেনে বার্সেলোনা ‘পাগলামি’ ও ‘কাণ্ডজ্ঞানহীনের মতো আচরণ’ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। বার্সেলোনার হয়ে ছয় মৌসুম মাঠ মাতিয়েছিলেন সালিনাস। ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলে ১৯৬ ম্যাচে ৭২ গোল করেন এ ফরোয়ার্ড। স্পেনের হয়ে ১০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৫৭ ম্যাচে পান ২৩ গোল। তিনটি বিশ্বকাপ ও দুটি উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা সালিনাস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ব্র্যাথওয়েটকে ঘিরে পুরো ব্যাপারটা পুরোপুরি পাগলামি। এটা (তাকে দলে নেওয়া) খুবই বাজে একটি সিদ্ধান্ত।’
স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, শনিবার সেভিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ৫৭ বছর বয়সি সালিনাস নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দেখিয়েছেন, ‘সে (ব্র্যাথওয়েট) চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না। একজন খেলোয়াড়ের জন্য ১৮ মিলিয়ন ইউরো খরচ করা যে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারবে না এবং এ দামে বড় মাপের খেলোয়াড় কেনা যায়।’