আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

ফরোয়ার্ড ব্যর্থতায় ভুগল আবাহনীও

স্পোর্টস রিপোর্টার
| খেলা

 

শক্তি-সামর্থ্যে তুলনামূলক দুর্বল ব্রাদার্সের বিপক্ষে জিতলে বসুন্ধরা কিংসের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে যেত পেশাদার ফুটবল যুগে দেশের সবচেয়ে সফল দল আবাহনী। ম্যাচের লম্বা একটা সময় পর্যন্তও পথেই ছিল তারা। কিন্তু এক গোলের লিডটাকে পুঁজি করতে গিয়ে আফসোসে পুড়ল আবাহনী। ৭৫ মিনিটে গোল হজম করে বাকি সময়ে দিশাহারা আবাহনী আর পথ খুঁজে পায়নি। দুই দিন আগে নবাগত পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছিল কিংস, ব্রাদার্সের সঙ্গে একই ব্যবধানে ড্র করে আবাহনীও হোঁচট খেল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে।
প্রথমার্ধে কেরভেন্স বেলফোর্টের গোলে লিড নিয়েছিল আবাহনী। কিন্তু বিরতির পর আর আক্রমণে সেভাবে খুঁজেই পাওয়া গেল না তাদের। বিশেষ করে মিডফিল্ডার এডগার বের্নহার্ডকে তুলে নেওয়ার পর আক্রমণে আবাহনীর লাগামছাড়া ভাবটাই ভুগিয়েছে তাদের। ৭৫ মিনিটে ব্রাদার্স কাজে লাগিয়েছে সেই সুযোগটাই। অধিনায়ক ফয়সাল মাহমুদ মিডফিল্ড থেকে লম্বা বলে আবাহনীর ডি-বক্সের ঠিক বাইরে খুঁজে নিয়েছিলেন কিংসলে চিগোজিকে। তিনি বুদ্ধিদীপ্ত এক হেডে ডি-বক্সের ভেতর অন্যপ্রান্তে বল ফেলেন সতীর্থ জন অতাবেকের কাছে। উজবেক মিডফিল্ডার সিক্স ইয়ার্ড বক্সের কোনা থেকে দারুণ ফিনিশে দূরের পোস্টে বল জড়িয়ে ব্রাদার্সকে ম্যাচে ফিরিয়ে আনেন। আক্রমণের পসরা সাজিয়েও আবাহনীকে গোল পেয়ে অপেক্ষা করতে হয়েছিল ৩৬ মিনিট পর্যন্ত। নাবিব নেওয়াজ জীবনের বাইলাইনের কাছ থেকে করা নিচু ক্রস সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় বেলফোর্টের কাছে। বাম পায়ের শটে দলকে লিড এনে দেন হাইতি ফরোয়ার্ড। এর মিনিট পাঁচেক আগে জীবন নিজেও গোল পেতে পারতেন।