আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

শিগগিরই শুরু হচ্ছে চলচ্চিত্র ‘বীরত্ব’-এর শুটিং

| নিত্যজীবন


প্রথমবার চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিম। ছোটপর্দায় তাদের উপস্থিতি সরব। বড়পর্দায় আলাদা আলাদাভাবে কাজ করলেও এবারই প্রথম তারা একসঙ্গে অভিনয় করবেন ‘বীরত্ব’ চলচ্চিত্রে। ‘বীরত্ব’ চলচ্চিত্রে নিজের চরিত্র স¤পর্কে ইন্তেখাব দিনার বলেন, এটা এমন একটি চরিত্র যার অপেক্ষায় ছিলাম বহু বছর। আহসান হাবিব নাসিম বলেন, এ চলচ্চিত্রের গল্প আমাকে মুগ্ধ করেছে। পুরোটা পড়তে গিয়ে আমাকে বারবার থামতে হয়েছে, ভাবতে হয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করছেন সাইদুল ইসলাম রানা। তিনি দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে জড়িত। এটি তার প্রথম চলচ্চিত্র।  রানা বলেন, আমি এমন একটি গল্প দর্শককে দেখাতে চাই, যা তাদের চলচ্চিত্র সম্পর্কে নতুন অভিজ্ঞতার সম্মুখীন করবে, তাদের ভাবাবে, হাসাবে, কাঁদাবে। তারা এমন কিছু চরিত্রের সঙ্গে পরিচিত হবে, যে চরিত্র ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করবে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে পিং-পং এন্টারটেইনমেন্ট। এর কর্ণধার সুক্লা বণিক নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগেও তারকাবহুল দর্শকনন্দিত সিনেমা ‘তারকাটা ও আইসক্রিম’ দর্শককে উপহার দিয়েছেন। বীরত্বের কার্যনির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত প্রায় দুই যুগ ধরে টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। তিনি বলেন, সামাজিক মূল্যবোধ ও শিল্পের পৃষ্ঠপোষকতা থেকেই ছবি নির্মাণ করতে আগ্রহী হয়েছি। এছাড়া পিং-পং এন্টারটেইনমেন্টের সঙ্গে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জয় মাল্টিমিডিয়া ও মোমেন্টাম। এর অন্যতম কর্ণধার তুষার এইচ তূর্য বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ছবির সংকট রয়েছে। এ থেকে উত্তরণের জন্যই ছবিটি বানানোর পরিকল্পনায় যুক্ত হয়েছি। চলচ্চিত্রটির অন্যান্য কাস্টিং ও গান রেকরর্ডিংয়ের কাজ চলছে। শিগগিরই দৃশ্যায়নের কাজ শুরু হবে। লোকেশন থাকবে ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, কক্সবাজার, বান্দরবান ও দুবাইতে।