আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

অভিষেক বচ্চনের সঙ্গে বলিউডে ছোটপর্দার রাসমণি

বিনোদন ডেস্ক
| বিনোদন

 

পর্দার রাণী রাসমণি এবার বলিউডের ছবিতে। খোদ অভিষেক বচ্চনের সঙ্গে এবার বড়পর্দায় দেখা যাবে ছোটপর্দার ‘রাসমণি’কে। খ্যাতনামা পরিচালক সুজয় ঘোষকন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের ছবি ‘বব বিশ্বাস’-এ দেখা যাবে দিতিপ্রিয়াকে।  কিছুদিন আগে ‘বব বিশ্বাস’ ছবির শুটিংয়ে কলকাতায় এসেছিলেন অভিষেক বচ্চন। রাইটার্স থেকে হাওড়া ব্রিজ, কলকাতার বিভিন্ন অংশে শুটিং করতে দেখা গেছে অভিষেককে। এ ছবির শুটিং করেছেন দিতিপ্রিয়া রায়ও। বব বিশ্বাসের মেয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। ছবির জন্য রাণী রাসমণির চিরপরিচিত সাদা শাড়ি ছেড়ে মিনি স্কার্ট, টপ পরেছেন দিতি। চুলে হাইলাইটও করিয়েছেন। ছবির জন্য বেশ খানিকক্ষণ সময়ও জুনিয়র বচ্চনের সঙ্গে তিনি কাটিয়েছেন বলেই জানাচ্ছেন দিতি। তবে ছবি প্রসঙ্গে এর থেকে বেশি কিছু এখনই বলতে নারাজ অভিনেত্রী। প্রসঙ্গত ‘বব বিশ্বাস’ ছাড়াও বাংলা ছবি ‘অভিযাত্রিক’ ছবিতে অপুর স্ত্রী অপর্ণার ভূমিকাতেও দেখা যাবে দিতিপ্রিয়াকে। এরই মধ্যে অপর্ণা লুকেও সিনেমাপ্রেমীদের প্রশংসা পেয়েছেন তিনি। তবে ছবির কাজের পাশাপাশি ‘সোনার সংসার’-এর জন্য রিহার্সালও করছেন জোর কদমে। পাশাপাশি সামনেই পরীক্ষা তাই পড়াশোনার দিকেও কিছুটা নজর দিতে হচ্ছে দিতিপ্রিয়াকে।