আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

কঙ্গনার সঙ্গে ‘থালাইভি’তে যীশু

বিনোদন ডেস্ক
| বিনোদন

‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’, ‘সড়ক-২’, ‘দেবীদাস ঠাকুর’, ‘শকুন্তলা দেবী’র পর এবার জয়ললিতার বায়োপিকেও অভিনয় করতে চলেছেন যীশু সেনগুপ্ত। জানা যাচ্ছে, ‘থালাইভি’তে শোভন বাবুর ভূমিকায় দেখা যেতে চলেছে বাংলার অভিনেতাকে। 
এর আগে মণিকর্ণিকাতে ‘ঝাঁসির রানি’ কঙ্গনার স্বামী গঙ্গাধর রাওয়ের ভূমিকায় দেখা গেছে যীশুকে। আর এবার কঙ্গনার প্রেমিক শোভন বাবুর ভূমিকায় দেখা যেতে চলেছে যীশুকে। ছবিতে জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। আর শোভন বাবু, যার সঙ্গে কিনা একসময় জয়ললিতার গভীর সম্পর্ক ছিল বলেই শোনা যায়, সে চরিত্রেই দেখা যাবে যীশুকে। জানা যায়, দক্ষিণী অভিনেতা শোভন বাবুর সঙ্গে সম্পর্কের কথা একবার তামিল সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকারও করে নিয়েছিলেন জয়ললিতা। একসময়ের অভিনেত্রী থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন জয়ললিতা। শোনা যায়, তার সঙ্গে লিভ ইন সম্পর্কেও ছিলেন শোভন বাবু। তবে শোভনবাবু ছিলেন বিবাহিত পুরুষ, আর সে কারণেই এ সম্পর্ক এগোয়নি। দক্ষিণী ছবিতে যীশু অবশ্য আগেই ডেব্যু করেছেন। ২০১৯-এ ঘঞজ-এর বায়োপিকে দেখা গিয়েছিল যীশুকে। আর এবার দক্ষিণী পরিচালক বিজয়ের পরিচালনায় থালাইভিতে দেখা যেতে চলেছে যীশু সেনগুপ্তকে। এই ছবিতে কঙ্গনা, যীশু ছাড়াও দেখা যাবে অরবিন্দ স্বামী, প্রিয়ামণি, প্রকাশ রাজের মতো তারকাদের। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও দেখা যাবে এ ছবি।