ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে কি না, আসন্ন ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জানতে চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উঠবে গণতন্ত্র রক্ষার প্রসঙ্গও। হোয়াইট হাউজের তরফে শুক্রবার এ কথা জানানো হয়েছে। ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের গভীর শ্রদ্ধাবোধ রয়েছে জানিয়ে হোয়াইট হাউজের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভারত ও আমাদের দেশে যে গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার পরিবেশ রয়েছে, তা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত সফরে বিষয় দুটি নিয়ে তিনি দেশটির প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যেমন একান্তে আলোচনা করবেন, তেমনই তা নিয়ে বলবেন প্রকাশ্যেও। এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি অগ্রাধিকার পাবে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে ট্রাম্প ভারত সফরে মোদির কাছে কিছু জানতে চাইবেন কি নাÑ সাংবাদিকদের এ প্রশ্নে হোয়াইট হাউজের কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, বিষয়গুলো (সিএএ এবং এনআরসি) আমরা জানি। আমরা উদ্বিগ্নও। আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এ দুটি বিষয় নিয়েই কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। আনন্দবাাজর