আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

দাইয়ূস বলতে কি বোঝায়

| ইসলাম ও অর্থনীতি

প্রশ্ন : অনেকের মুখে দাইয়ূস শব্দটি শোনা যায়। হুজুর! এর অর্থ কী? কোরআন-হাদিসে এ সম্পর্কে কী বলা হয়েছে? কেউ কেউ অন্যকে দাইয়ুস বলে গালি দেয়। এটা কি ঠিক? সালমান আহমদ, নরসিংদী

উত্তর : দাইয়ুস শব্দের অর্থ হলোÑ এমন আত্মমর্যাদাহীন ব্যক্তি, যে তার স্ত্রী বা মাহরামের ক্ষেত্রে পাপাচার (তথা ব্যভিচারকে) সমর্থন করে। মুসনাদে আহমাদের এক হাদিসে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন,  তিন ব্যক্তির ওপর আল্লাহ তায়ালা জান্নাত হারাম করেছেন। ১. মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। ২. বাবা-মায়ের অবাধ্য সন্তান। ৩. দাইয়ুস অর্থাৎ ওই আত্মমর্যাদাহীন ব্যক্তি, যে তার পরিবারের মহিলাদের ক্ষেত্রে পাপাচার অর্থাৎ ব্যভিচার ইত্যাদিকে সমর্থন করে। (মুসনাদে আহমাদ, হাদিস ৫৩৭২)। অপর এক হাদিসে রাসুল (সা.) বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবং কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদের দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না। ১. বাবা-মায়ের অবাধ্য সন্তান।  ২. পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী। ৩. দাইয়ুস। (মুসনাদে আহমাদ, হাদিস ৬১৮০)। উল্লেখ্য, কাউকে দাইয়ুস বলে গালি দেওয়া নাজায়েজ। এ থেকে বিরত থাকা আবশ্যক। (মিরকাতুল মাফাতিহ ৭/২২০; তাবয়িনুল হাকায়েক ৩/৬৩৫; আলবাহরুর রায়েক ৫/৪৪; আদ্দুররুল মুখতার ৪/৭০)।