বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে শনিবার ‘আহসানুজ্জামান লিন্টু ও ফরিদা আকতার’ শিক্ষা ট্রাস্টের উদ্বোধন করা হয়- আলোকিত বাংলাদেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আহসানুজ্জামান লিন্টু ও ফরিদা আকতার’ শিক্ষা ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে তা উদ্বোধন করা হয়। এ ট্রাস্ট থেকে প্রতি বছর অনুষদের সাত শিক্ষার্থী বৃত্তি পাবে।
জানা যায়, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক শিক্ষার্থী ও স্পেকট্রা-হেক্সা ফিড লিমিটেড কোম্পানির পরিচালক আহসানুজ্জামান লিন্টু অনুষদের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জন্য ১৫ লাখ টাকা অনুদান করেন। এ টাকা বৃত্তি হিসেবে প্রতি বছর অনুষদের সাত শিক্ষার্থীকে দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মোট আট সেমিস্টারে মাসপ্রতি দেড় হাজার টাকা হারে বৃত্তি পাবেন।
কৃষি অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়া ট্রাস্ট ফান্ডের অনুদানদাতা আহসানুজ্জামান লিন্টু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি, বিশ^বিদ্যালয়ের পরিকল্পনা শাখার সদস্য সচিব অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, কৃষি অর্থনীতি অনুষদের বিভিন্ন বিভাগের প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ফান্ডের অনুদানদাতা আহসানুজ্জামান লিন্টু বলেন, অনেক আগে থেকেই ইচ্ছা ছিল নিজের অনুষদের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য কিছু করার। আজকে এ ছোট অনুদানের মাধ্যমে তা সম্ভব হয়েছে।
তবে বিশ^বিদ্যালয়ের এমন দরিদ্র শিক্ষার্থীদের জন্য আরও অ্যালামনাই এগিয়ে আসবে বলে আমি আশা করি।