আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
| খবর

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে কাটা পড়ে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহেরা বেগম বোয়ালখালীর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা খাজানগর গ্রামের বাসিন্দা। রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহকারী উপপরিদর্শক মো. শওকত হোসেন সজল জানান, দোহাজারী থেকে আসা ট্রেনটিতে দৌড়ে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।