আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

সংবাদ সংক্ষেপ

| দেশ

মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুন-অর-রশিদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষক লীগ। শনিবার বিকালে চাঁদপুর শহরের কালিবাড়ী শপথ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা লতিফ পাঠান, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক প্রমুখ।


চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার মাগুরা এলজিইডি মিলনায়তনে সংগীত-নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন সিনিয়র প্রকৌশলী তাসমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী বদরুল আহসান খান প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ শিশু অংশ নেয়। 


মতবিনিময় সভা 
বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলের গোগা ইউনিয়নে সীমান্তে মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি, পণ্যসামগ্রী, গবাদিপশু চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. আরশাদুজ্জামান খান ও শার্শা থানার ওসি আতাউর রহমান প্রমুখ। 


ক্রীড়া উৎসব
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

লৌহজং উপজেলার উত্তর খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার। এ সময় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন ব্যাপারী, ফেরদৌস তালুকদার, মতি মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন। 


শিক্ষা উপকরণ বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রহমানিয়া মইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কমপ্লেক্সে শনিবার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বালুয়াকান্দি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের সভাপতিত্বে এতে মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খলিফা আবুল কাশেম, গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


মূর্তি উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

উল্লাপাড়ার বিলসূর্য নদী পুনর্খননের সময় শনিবার পিতলের ছোট আকৃতির একটি প্রাচীন কালী মূর্তি পাওয়া গেছে। পরে ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা বাপ্পি কর্মকার নামে এক যুবক মূর্তিটি নদী থেকে তুলে পরিষ্কার করে পাশের শ্যামা কালীমাতা মন্দিরে রেখে যান।