আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

হবিগঞ্জে চা-বাগানে পাঁচ শতাধিক গাছ কর্তন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
| খবর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল চা বাগানের ১৮নং টিলা নামক স্থানে দুষ্কৃতিকারীরা ছায়াবৃক্ষসহ প্রায় সাড়ে পাঁচ শতাধিক গাছ কর্তন করেছে। বুধবার গভীর রাতে পারকুল চা বাগানে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে চা বাগানে কর্মরত চা শ্রমিকরা বাগানে গেলে গাছগুলো কর্তন অবস্থায় দেখতে পেয়ে পারকুল চা বাগানের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ম্যানেজার বাংলোর সামনে জড়ো হতে থাকে। এর পরই শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করে এর প্রতিবাদ জানায় এবং দ্রুত দুষ্কৃৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা চা বাগানে কর্মবিরতি পালন করেন। এ বিষয়ে পারকুল চা বাগানের ম্যানেজার বাদী হয়ে চুনারুঘাট থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান।