আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

রাজাপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
| দেশ

ঝালকাঠির রাজাপুরে প্রবাসীর স্ত্রী মুকুল বেগমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের প্রবাসী নাছির সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে মুকুল বেগম রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মুকুল বেগম ও স্থানীয়রা জানান, প্রবাসী নাছির সিকদার দীর্ঘদিন দুবাই থাকার কারণে তার স্ত্রী মুকুল বেগম দুই ছেলেমেয়ে নিয়ে বাড়িতে বসবাস করেন। শনিবার সকালে প্রবাসীর সীমানার দুইটি মেহগনি গাছ কর্তন করে প্রতিপক্ষ। এতে মুকুল বেগম বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালাসহ হত্যার হুমকি দেওয়া হয়।