মাগুরা কালেক্টরেট মাঠে শনিবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও কুটিরশিল্প ফাউন্ডেশন (এসএমই) এ মেলার আয়োজন করেছে। জেলা প্রশাসক আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের এজিএম মুহম্মদ মোরশেদ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারমম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, মাগুরা চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর আহমেদ রেমন প্রমুখ।