কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। শুক্রবার সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এটিএম আবদুর রউফ মণ্ডলসহ প্রবাসী বাংলাদেশি ও দূতাবাস কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। রাজধানী কায়রো ছাড়াও বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি ডাক্তার, স্থানীয় সাংবাদিক, আল আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ তৈরি হয়েছিল ছোট এক খণ্ড বাংলাদেশ। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এটিএম আবদুর রউফ মণ্ডল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্যের ওপর বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যের শুরুতেই তিনি ভাষা শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি