আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

টাকা আত্মসাতের অভিযোগে বিকাশ ম্যানেজার গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
| দেশ

গাজীপুরের কালিয়াকৈরে বিকাশের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক বিকাশ ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১১ দিন পরও শনিবার পর্যন্ত টাকা উদ্ধার ও বাকি আসামি গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারকৃত ম্যানেজার হলেন যশোরের কোতোয়ালি থানার নীলগঞ্জ শুপারী বাগান এলাকার সন্তোষ বিশ্বাসের ছেলে সঞ্জয় কুমার বিশ্বাস। তিনি কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প এলাকার বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের জেনারেল ম্যানেজার ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইলাম জানান, কদমতলী থানা এলাকার তার বন্ধু প্রবীর কুমার বিশ্বাসের বাড়ি থেকে আসামি সঞ্জয় কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক বিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই টাকা দিয়ে তিনি বাড়ি-গাড়ি করেছেন এবং বন্ধুদের দিয়েছেন। এ মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।