চট্টগ্রামের বিভিন্ন স্থানে টানা দুই দিনের অভিযানে কাভার্ড ভ্যান থেকে রপ্তানি পণ্য চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ৪ হাজার ৬৫৭ পিস শার্ট ও ১ হাজার ৫২০ পিস প্যান্ট উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার ১০ জন হলো মো. সুমন, মো. ইউসুফ, মো. তাজুল ইসলাম হাসান, মো. রুবেল হোসেন, মো. সুমন, মো. বোরহান, মো. নুরু নবী প্রকাশ সোহাগ, মো. মাসুদ, মো. মাহাবুবর রহমান প্রকাশ শাওন ও মো. সাইফুল ইসলাম প্রকাশ রিপন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল জানান, কাভার্ড ভ্যান থেকে রপ্তানি পণ্য চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ৪ হাজার ৬৫৭ পিস শার্ট ও ১ হাজার ৫২০ পিস প্যান্ট উদ্ধার করা হয়েছে। এসব পণ্য রপ্তানির জন্য কাভার্ড ভ্যানে করে ঢাকার সাভার থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হচ্ছিল। আসামিরা কয়েকজন কাভার্ড ভ্যানের হেলপার হিসেবে চাকরি করে। এর আড়ালে তারা কাভার্ডভ্যান থেকে পরিবহনের সময় রপ্তানিযোগ্য পণ্য চুরি করে বাইরে বিক্রি করে দেয়। তিনি বলেন, ইপিজেড থানার সামনে কাভার্ড ভ্যান থেকে চুরি করার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে তথ্য পাওয়া যায় আরও গাড়ি থেকে এভাবে চুরি করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাভার পার্ল গার্মেন্ট থেকে ৪০৩ কার্টনে ৯ হাজার ৮০১ পিচ শার্ট কিউএনএস কনটেইনার ডিপোতে নিয়ে আসার পথে ঢাকার ডেমরা এলাকায় গাড়ি থেকে চুরি করে কিছু শার্ট রেখে দেওয়া হয়। পরে কিউএনএস ডিপোতে চেক করে পণ্য কম পাওয়া গেলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমে জড়িত আসামিদের গ্রেপ্তার করে। কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে সাভারের আরও একটি প্রতিষ্ঠানের পণ্য আনার সময় একই কায়দায় তারা চুরি করে।