আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
| দেশ

কক্সবাজারের টেকনাফে মায়ের লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় অংশ নিতে যায় মেয়ে মরিয়ম আক্তার খান। শনিবার রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিতে যাওয়ার আগে তার মা মারা যান। মরিয়ম হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্রী এবং পূর্ব সিকদারপাড়ার মৃত হাজী নুরুল ইসলাম ওরফে নুরুর মেয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগ শাহ মজিদিয়া মাদ্রাসা শাখার সভাপতি নুর মোহাম্মদ ওরফে শাহাবুদ্দিনের ছোট বোন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থেমে থেমে কান্না করে সে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়। পরীক্ষাকেন্দ্র কর্মকর্তা এবং হল সচিব বিষয়টি অবগত হয়ে মর্মাহত হন। বাদ আসর হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।