সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য বকুল হায়দার হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভিস্টেগিশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে এ মামলা ফের তদন্ত শুরু হয়েছে। এ মামলার তদন্তকারী অফিসার (পিবিআই) ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, বিশেষ গুরুত্বের সঙ্গে বকুল হত্যার মামলা তদন্ত শুরু করা হয়েছে। এ হত্যা মামলায় জড়িত প্রকৃত আসামিদের অল্পদিনের মধ্যেই গ্রেপ্তারে সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২ নভেম্বর সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের দত্তবাড়ি ব্রিজের কাছে গুলিতে নিহত হন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বকুল হায়দার বকুল।