শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে ৯ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুক্রবার বিকালে শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যানে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ সময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কবি-সাহিত্যিক ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও পুস্তক বিক্রেতা সমিতির সদস্যভুক্ত লাইব্রেরিসহ ৩২টি স্টল রয়েছে।