আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

পটিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
| দেশ

চট্টগ্রামের পটিয়ায় এবার ১৪ হাজার ইয়াবাসহ সার্জেন্ট ইব্রাহিম নামে এক সেনা সদস্যসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকালে চট্টগ্রামের ডিবি পুলিশ পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার ইমাম উদ্দিনের ছেলে এসএম ইব্রাহিম হোসেন ও গাড়িচালক রুহুল আমিন। তাদের কাছ থেকেই ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় প্রাইভেট কারে থাকা এক ব্যক্তি প্রশাসনের লোক পরিচয় দেন বলে স্থানীয়রা জানান। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. সেলিম জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামুখী একটি প্রাইভেট কার পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় পৌঁছলে তারা সিগন্যাল দেন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবদে জানা গেছে, কক্সবাজারে তালেব নামে একজনের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে মিরপুর-১ নম্বর এলাকায় কাজল নামে একজনের কাছে নিয়ে যাচ্ছিলেন সেনাসদস্য ইব্রাহিম। আপাতত সেনাসদস্য ও গাড়িচালককে আটক রাখা হয়েছে। ইয়াবা পাচারের সঙ্গে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কার ইন্দ্রপোল এলাকায় আসার পর থামায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। যাত্রীর আসনে বসে থাকা যুবক নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে পরিচয় দেন। কারের যাত্রীর আসনের নিচ থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।