নরসিংদীর সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বাদল মিয়া, তার মেয়ে মারিয়া আক্তার মন্টি, ছেলে পাপ্পু মিয়া এবং মারিয়ার সাবেক প্রেমিক অভিত মিয়া। তারা নরসিংদীর সদর থানার স্থায়ী বাসিন্দা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপউদ্দিন জানান, ২০ ফেব্রুয়ারি রাসেল নামক এক ব্যক্তি র্যাব-১১ নারায়ণগঞ্জ বরাবর একটি অভিযোগ করেন যে, গেল বছর ২৮ ডিসেম্বর তাকে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি নরসিংদী আদালতের সামনে থেকে মাইক্রোবাসযোগে তুলে নিয়ে যায়। চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন অবস্থায় সেখান থেকে তাকে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মারধর করাসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করে এবং সেই নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে। পরে রাসেলকে হত্যার হুমকি দিয়ে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের সত্যতা পায়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা অপহরণের উদ্দেশে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। সৌন্দর্যকে পুঁজি করে যুবকদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করত সুন্দরী মারিয়া আক্তার মন্টি। এরপর নানা অজুহাতে অর্থ হাতিয়ে নিয়ে মামলা অথবা অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হতো। এ অপহরণকারী চক্রে শুধু মারিয়া আক্তার মন্টিই নয়, তার বাবা বাদল মিয়া ও ভাই পাপ্পু মিয়াও জড়িত ছিল। চক্রের সদস্য ছিল মারিয়া আক্তার মন্টির সাবেক প্রেমিক অভিত মিয়াসহ কয়েকজন।