আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

কাশিয়ানীতে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
| দেশ

এসএসসি পরীক্ষার্থী সজীব শেখকে হত্যাচেষ্টার প্রতিবাদে শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন- আলোকিত বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার্থী সজীব শেখকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার পিংগলিয়া গ্রামের কয়েকশ’ মানুষ অংশ নেন। পরে খালিদ হোসেন লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, আওয়ামী লীগ নেতা খালিদ হোসেন লেবু, জসিম মোল্লা সুমন শেখ, পটু তালুকদার প্রমুখ।