আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

ফেনীতে ৫ হাজার রোগী পেল চক্ষু চিকিৎসা সেবা

ফেনী প্রতিনিধি
| দেশ

ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে মামনা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা পাবেন ৩ হাজার রোগী। উপজেলার বাগডুবি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী গরিব ও অসহায় ৫ হাজারেরও অধিক রোগীকে চোখের সমস্যাজনিত রোগের পরামর্শ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপত্র প্রদান করা হবে। এবারও ফেনীর ছয়টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ, রামগঞ্জ ও চাটখিলসহ বিভিন্ন উপজেলার নারী-পুরুষ এবং বিভিন্ন বয়সি রোগী ভিড় করেন। এসব রোগীর মধ্যে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিল বেশি। দূরদূরান্ত থেকে আগত রোগীদের ২০ চিকিৎসকের নেতৃত্ব ও ৮০ স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। মামনা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১৩ বারের মতো চক্ষু শিবির উদ্বোধন করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। আবদুল লতিফ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নাছির উদ্দিন, বাগডুবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঞা।