আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

পটুয়াখালীতে লাঠির আঘাতে চাচাতো ভাই খুন

ঝালকাঠিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আলোকিত ডেস্ক
| দেশ

পটুয়াখালীতে লাঠির আঘাতে চাচাতো ভাই খুন হয়েছেন। এছাড়া ঝালকাঠিতে চার দিন পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী : সদর উপজেলার কৌড়াখালী এলাকায় শনিবার চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে হাবিবুর রহমান নামে এক কৃষক নিহত হয়েছেন। পুলিশ জানায়, জৈনকাঠি ইউনিয়নের কৌড়াখালী এলাকার আশ্রাফ আলী সিকদারের ছেলে হাবিবের সঙ্গে চাচাতো ভাই কাওছারের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার এ জমিতে হাবিব মাটি কাটতে গেলে চাচাতো ভাই কাওছার ও আব্বাস বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে আব্বাস ও কাওছারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। সদর থানার এসআই মো. হানিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঝালকাঠি : জেলার নলছিটিতে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে হাসিব হাওলাদার নামে এক যুবকের ভাসমান লাশ শনিবার উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের খাসমহল এলাকার শাহীন হাওলাদারের ছেলে। স্বজনরা জানান, হাসিব তার বাবার সঙ্গে ভ্যানে ফেরি করে ফল বিক্রি করতেন। 
বুধবার রাতে তিনি নিখোঁজ হন। কোথাও সন্ধান না পেয়ে নলছিটি থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। নলছিটি থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে।