আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

ট্রেনে কাটা পড়ে খুবির সাবেক অধ্যাপক নিহত

খুলনা ব্যুরো
| শেষ পাতা

খুলনায় বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সাবেক প্রফেসর ড. মিজানুর রহমান ভূঁঁইয়া (৬৬) নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে খুলনা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে (জিআরপি) থানার ওসি মো. ফয়েজুর রহমান জানান, সকাল পৌনে ৭টায় খুলনা রেলস্টেশন থেকে বেনাপোলের উদ্দেশে কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার সময় প্রফেসর ড. মিজানুর রহমান ভূঁঁইয়া দৌড়ে ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় শরীর থেকে তার এক হাত ও এক পা কেটে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান জানান, সকালে প্রফেসর ড. মিজানুর রহমান ভূঁঁইয়া যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তিনি বেনাপোলগামী কমিউটার ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় নিহত হন। তিনি জানান, প্রফেসর ড. মিজানুর রহমান ভূঁঁইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সদ্য অবসর নিয়েছেন। তিনি পরিবারসহ নগরীর নিরালা আবাসিক এলাকায় বসবাস করতেন।