আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

খালেদার জামিন না হলে পরিস্থিতি চুপচাপ থাকবে না মানববন্ধনে হাফিজউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
| শেষ পাতা

বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দলের নেত্রী খালেদা জিয়ার জামিন না হলে পরিস্থিতি এখনকার মতো চুপ-চাপ থাকবে না। হাইকোর্টে খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন শনিবার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
হাফিজউদ্দিন বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছে। আমরা আর কত মুক্তি চাইব! অনেকদিন কেটে গেছে। রোববার আমাদের দল থেকে আইনজীবীরা তার জামিন চাইবেন। যদি দেন ভালোÑ না দিলে খালেদার জামিন না হলে
ষ শেষ পৃষ্ঠার পর
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে এবং খালেদা জিয়াকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আজকে যে রকম চুপ-চাপ, শান্ত-শিষ্ট, চতুর্দিকে কবরের শান্তি দৃশ্যমান হচ্ছেÑ প্রেক্ষাপট এমন থাকবে না।
দুর্নীতি মামলায় দণ্ড মাথায় নিয়ে কারাবন্দি খালেদা জিয়া গত এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন; কিন্তু সেখানে তার উন্নত চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন খালেদার আইনজীবীরা।
হাফিজউদ্দিন বলেন, বাঙালি কোনো স্বৈরাচারকে সহ্য করেনি। ব্রিটিশকে বিদায় করেছে, পাকিস্তানিদের বিদায় করেছে, এবার বাঙালি স্বৈরাচারকে বিদায় করার সময় সমাগত। দেশের জনগণকে আমরা আহ্বান জানাব, আপনারা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকবেন না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আইনের শাসন কায়েম করা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। তিনি বলেন, যদি গণতন্ত্র চান, যদি সিকিমের অবস্থা থেকে মুক্তি পেতে চান, যদি একাত্তরের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে দেশের জনগণকে রাজপথে নেমে আসতে হবে। বিএনপি ও সব বিরোধী দলের সদস্যদের আহ্বান জানাব, যদি দেশ নেত্রীর মুক্তি চান, যদি গণতনন্ত্রের মুক্তি চান আপনারা স্বউদ্যোগে রাজপথে নেমে আসবেন।
হাফিজউদ্দিন বলেন, বিএনপি নামুক বা না নামুক, সাধারণ মানুষের কাছে আহ্বান রইল রাজপথে নামুন। এখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন, দলের সব ধরনের সমর্থক রয়েছেন, আমরা বেগম জিয়ার মুক্তির জন্য স্বঃপ্রণোদিত হয়ে রাজপথে নামব। আসুন আমরা গণতন্ত্রের মুক্তির জন্য আবারও একাত্ম হই, একাত্তরের মুক্তিযুদ্ধের শপথ নিয়ে আবারও আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক সংগ্রামে অংশগ্রহণ করি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কালাম ফরাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মুক্তিযুদ্ধের প্রজন্মের রায়হান আল মাহমুদ, তরিকুল ইসলাম পলাশ প্রমুখ এ মানববন্ধনে বক্তব্য দেন।