আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

স্মার্টফোনেই ম্যালেরিয়া শনাক্ত

আলোকিত ডেস্ক
| শেষ পাতা

ম্যালেরিয়া একটি প্রাচীন রোগ। বহুকাল ধরেই এ রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে প্রাণ হারাচ্ছেন। এ রোগ শনাক্তে আর রক্তের প্রয়োজন হবে না, স্মার্টফোনেই সম্ভব। স্মার্টফোনের সঙ্গে জোড়া খুব পাতলা আর ছোট্ট একটি চিপে থুথু ফেলেই শনাক্ত করা যাবে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিনসিনাটি
বিশ্ববিদ্যালয়ের গবেষক স্থিতধী ঘোষ ও তার সহযোগীদের একটি গবেষণাপত্র ‘নেচার’ গ্রুপের আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘মাইক্রোসিস্টেমস অ্যান্ড ন্যানোইঞ্জিনিয়ারিং’ এ তথ্য প্রকাশিত হয়েছে।
রক্ত বা নানা ধরনের দেহরস (‘বডি ফ্লুইড’) অথবা থুথুতে (‘স্যালাইভা’) বিভিন্ন হরমোন ও প্রোটিন থাকে। বিজ্ঞানের পরিভাষায় যাদের বলা হয়, ‘বায়ো-মার্কার্স’। তাদের মধ্যে অন্যতমÑ ‘কর্টিসল’, ‘আলফা অ্যামাইলেজ’ ও ‘প্যারা-থাইরয়েড হরমোন (পিটিএইচ)। যেগুলো নানা ধরনের সংক্রমণের সঙ্গে জড়িত। বিভিন্ন সংক্রমণের সঙ্গে সঙ্গে রক্ত, নানা ধরনের দেহরস ও থুথুতে এদের পরিমাণের তারতম্য ঘটে। যদি পরীক্ষায় তারতম্য ঘটে তা স্মার্টফোন থেকেই জানা যাবে। নতুন এ প্রযুক্তিতে রক্ত পরীক্ষা নিখুঁতভাবে করা অসম্ভব। ফলে রক্ত পরীক্ষা করানোর জন্য ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। অর্থাৎ শুধু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছি কি না, জানতে প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে প্রশিক্ষিত কর্মীর নিকট যাওয়া প্রয়োজন। সূত্র : ওয়েবসাইট