আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

সিলেটে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিলেট ব্যুরো
| প্রথম পাতা

সিলেটে র‌্যাব ও পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার এক আসামি এবং এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার রাতে জেলার গোলাপগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি আলী হোসেন (৩৫) এবং বিশ্বনাথে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার রাতে উপজেলার কদুপুর এলাকায় হত্যাসহ তিনটি মামলা আসামি চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী আলী হোসেনকে ধরতে যায় র‌্যাব। এ সময় তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে আলী হোসেন গুলিবিদ্ধ হন। সেখান থেকে 
তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি। নিহত আলী হোসেন কদুপুর গ্রামের আত্তর আলীর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দীন জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের মরমপুর ও সুরিরখাল এলাকার মধ্যবর্তী স্থানে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার ছাড়াও সড়কে পড়ে থাকা কাটা গাছের গুঁড়ি ও করাত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।