খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন তার মুক্তির দাবিতে ঢাকার মিরপুরে বিএনপির এক মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছে দলটি। তারা বলেন, শনিবার বেলা ১১টার দিকে মিরপুর-৬ নম্বর সেকশনে এ ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন আহত হন।
মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওই মিছিল মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার থেকে শুরু হয়ে মিরপুর ১১ নম্বরের দিকে এগোনোর সময়ে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে
দেয়। সংশ্লিষ্টরা জানান, রুহুল কবির রিজভী ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, ছাত্রদলের সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ওমর ফারুক কায়সার, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
পরে রিজভী সাংবাদিকদের বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমাদের নেত্রী গুরুতর অসুস্থ। তার মুক্তির জন্য এ মিছিল। এটি কোনো সরকার পতনের মিছিল নয়। এ শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। আমিসহ অনেকে আহত হয়েছেন। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহম্মেদ বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা নিজেরাই চলে যায়। পুলিশ লাঠিচার্জ বা কাউকে গ্রেপ্তার করেনি। কেউ আহত হয়ে থাকলে তারা ‘নিজের সমস্যার কারণে’ আহত হয়েছেন বলে মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।
ফখরুলের নিন্দা : এ ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার মিরপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ হঠাৎ মিছিলের ওপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে। পুলিশের এ বর্বরোচিত হামলায় রিজভী, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি ওমর ফারুক কাউসার এবং ছাত্রদল ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহত নেতারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মিরপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা আবারও প্রমাণ করল দেশে এখন পুলিশি শাসন চলছে। বর্তমান অবৈধ ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দীর্ঘকাল জনগণের ওপর শোষণ-নির্যাতন চালাতে এবং বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। তিনি শান্তিপূর্ণ মিছিলে পুলিশি লাঠিচার্জ ও নেতাকর্মীদের আহত করার ঘৃণ্য ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি : এদিকে রুহুল কবির রিজভীর ওপর পুলিশি হামলা ও তাকেসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশের বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত করার প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল।