পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেনÑ সরকার বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে। পরিবেশ সুরক্ষায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের অংশ হিসেবে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে শতলাখ গাছের চারা রোপণ করবে। শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুটি উচ্চবিদ্যালয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, ১৮ কোটি টাকা ব্যয়ে ৪৯২টি উপজেলায় গাছের চারা রোপণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব একাডেমিক ভবনই পাকা করার ব্যবস্থা করা হবে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক আহমদ ও বড়লেখা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, জুড়ী উপজেলার জীবনজ্যোতি নগর উচ্চবিদ্যালয় ও হাজী সোনামিয়া আফতারুন্নেসা উচ্চবিদ্যালয়ে এ ভবন দুটি নির্মাণ করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবন দুটি নির্মাণে মোট ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতিটি একাডেমিক ভবনে তিনটি করে শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।