আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

প্রীতি মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

শওকত আলী, চাঁদপুর
| নিত্যজীবন

সামাজিক সংগঠন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে ২২ ফেব্রুয়ারি সকালে শহরের রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে প্রীতি মিলনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. নঈমুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্টার মো. সোলায়মান মিয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। সভপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এসএএম মিজানুর রহমান খান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যরা। কবিতা আবৃতি করেন খান মো. নিয়াজ মোর্শেদ। এছাড়া ২৫ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা অঙ্গীকার-৫ এর মোড়ক উন্মোচন করা হয়।