মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলাীর ৩৬তম মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ স্মরণ সভা, মিলাদ ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করে। ১৬ ফেব্রুয়ারি বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ, চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক মো. সোহেল রুশদী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক মো. রিয়াদ ফেরদৌস, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক ইলশে পাড় পত্রিকার প্রধান সম্পাদক মো. মাহবুবুর রহমান সুমন, চৌধুরী জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মো. শাহরিয়ার পলাশ, মো. শাহ আলম খান, শ্রমিক লীগ নেতা মো. ইউনুছ পাটওয়ারী জুয়েল, প্রাণ পরিবেশক মো. হাসান আলী সেন্টু, মো. ওমর আলী বুলবুল, মো. আবদুল হান্নানসহ বিভিন্ন সুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট দেবাশিষ কর মধু। সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ শওকত আলী। স্মরণ সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রওজাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন। এছাড়া ১৭ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।